প্রথমার্ধেই বাহরাইনের জালে ৫ গোল বাংলাদেশের News News Desk প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৫ অনলাইন ডেস্ক : নারী এশিয়ান কাপ বাছাইপর্বে মিয়ানমারের ইয়াংগুনে বাহরাইনের বিপক্ষে খেলছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের র্যাংকিং ১২৮, সেখানে বাহরাইনের ৯২। ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইন বাংলাদেশের বিপক্ষে প্রথমার্ধে তেমন আক্রমণই করতে পারেনি। বল পজিশন, আক্রমণ সব কিছুতেই বাংলাদেশের প্রাধান্য ছিল। ম্যাচের ১০তম মিনিটে লিড নেয় বাংলাদেশ। বাহরাইনের এক আক্রমণ প্রতিহত করে লম্বা বল বাড়ানো হয় বাংলাদেশ অর্ধ থেকে। দারুণভাবে বল রিসিভ করে বক্সে প্রবেশ করেন ফরোয়ার্ড শামসুন্নাহার। বাহরাইনের গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে আসলেও তার মাথার ওপর দিয়ে বল জালে পাঠান। পাঁচ মিনিট পর দর্শনীয় গোলে ২-০ স্কোরলাইনের লিড পায় বাংলাদেশ। এরপর হেডে বল জালে পাঠিয়েছিলেন তহুরা। অফসাইডে গোলটি বাতিল হয়ে যায়। ৪২তম মিনিটে কর্নার থেকে জটলার মধ্যে কোহাতি কিসকুর শট বাহরাইনের জালে জড়ালে বাংলাদেশ ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। প্রথমার্ধের ৪ মিনিট ইনজুরি সময়ে বাহরাইনের ওপর ঝড় বইয়ে দেন তহুরা খাতুন। তিন মিনিটের ব্যবধানে দুই গোল করেন এই ফরোয়ার্ড। তাতে ৫-০ গোলের লিড পায় বাংলাদেশ। SHARES খেলাধুলা বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড