দক্ষিণবঙ্গের সর্ব বৃহৎ প্রতিষ্ঠানটি একসময় দেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হবে: শেবাচিম পরিচালক

News News

Desk

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪
ছবি : সাজ্জাদ হোসেন হৃদয়

চন্দ্রদ্বীপ ডেস্ক : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেছেন, হাসপাতালের কোথায় কোথায় সমস্যা রয়েছে তারমধ্যে কিছু চিহ্নিত করেছি। এখন সেগুলো সমাধানে কীভাবে কাজ করা যায় তা নিয়ে চিন্তা-ভাবনা করছি।

এরই মধ্যে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন গ্রুপের সঙ্গে কথা বলেছি। কারণ সমস্যাগুলো সমাধানের জন্য তথ্যের প্রয়োজন রয়েছে। তবে আমি মনে করি যারা আপনারা সাংবাদিক রয়েছেন তারা আমার চোখ ও কান।

আপনারা সবাইকে চেনেন আমি কিন্তু চিনি না। যারা ভালো কাজ করেন তাদের যেমন আপনারা চেনেন, আবার যারা খারাপ কাজ করে তাদেরও আপনারা চেনেন। আপনারা আমাকে তথ্য দেন, সহযোগিতা করুন আমার বিশ্বাস দক্ষিণবঙ্গের সব থেকে বৃহৎ এই প্রতিষ্ঠানটি একসময় বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হবে।

সোমবার (০৯ ডিসেম্বর) দুপুর ১২টায় হাসপাতালের তৃতীয় তলার সেমিনার কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

শেবাচিম হাসপাতালের পরিচালক মশিউল মুনীর বলেন, হাসপাতালে অনেক যন্ত্রপাতির সমস্যা রয়েছে, আবার অনেকগুলো ওয়ারেন্টি আছে কিন্তু অচল হয়ে পড়ে আছে। এগুলো নিয়ে একটি ফাইল তৈরি করা হয়েছে, যা নিয়ে মন্ত্রণালয়, সিএমএইচডিসহ যেখানে যেতে হয় যাব।

সরকারি অর্থের অপচয় কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। জনগণের ট্যাক্সের টাকা শতভাগ কাজে লাগতে হবে। যদি কাউকে ব্যবসা করতে হয়, তাহলে তার জায়গা আছে। আমরা লাভ দিয়েই তো টেন্ডার কল করছি কিন্তু পুকুর চুরি করা যাবে না।

সাংবাদিকদের উদ্দেশে মশিউল মুনীর বলেন, আমি প্রতিটা ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা চাই এবং আমার বিশ্বাস আপনারা আমাকে সহযোগিতা করবেন। বরিশালের মানুষ যেভাবে আতিথেয়তা পরায়ণ আমার বিশ্বাস সবাই একসঙ্গে সেইভাবে বরিশাল মেডিকেলকে একটি সুন্দর পর্যায়ে নিয়ে যাব। যাতে কোনো বিপদে আমি সেখানে ঢুকতে পারি, যাতে আমার চিকিৎসা এখানে হয় এবং আপনার চিকিৎসাও এখানে হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান, বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী আল মামুন, বরিশাল মেট্টোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, সিনিয়র সাংবাদিক নাছিম উল আলম, বিধান সরকার, সুশান্ত ঘোষ, সালেহ টিটু, রফিকুল ইসলাম, এম জসীম উদ্দীন, শাহিন হাফিজ, অপূর্ব অপু, মুশফিক সৌরভ, জিয়াউল করিম মিনার প্রমুখ।

উপস্থিত সাংবাদিকরা তাদের বক্তব্যে বিগত দিনে এই হাসপাতালটি উন্নয়ন ও সঠিক ব্যবস্থাপনার অভাব ছিল বলে উল্লেখ করেন। তারা বলেন, আগামীতে রোগীদের সঠিক সেবা নিশ্চিত করতে পর্যাপ্ত জনবল নিয়োগ, পরীক্ষা-নিরীক্ষার এমআরআই, কোবাল্ট ৬০ সহ নষ্ট থাকা মেশিনগুলো সচল করা ও অবকাঠামোগত উন্নয়ন এবং রোগী খাবারের মান বাড়ানোর পরামর্শসহ রোগীদের দালাল ও অতিরিক্ত দর্শনার্থীদের অনুপ্রবেশের ক্ষেত্রে প্রতিরোধের দাবি জানান।

প্রসঙ্গত, দক্ষিণাঞ্চলবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা অনুযায়ী গত ২৫ নভেম্বর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।

তিনি এ হাসপাতালের দায়িত্বভার গ্রহণ করেই হাসপাতালে রোগীর সেবার মান বাড়ানোর লক্ষ্যে সব ইউনিট প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, মিড লেভেলের চিকিৎসক, বরিশালের সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। এরই ধারাবাহিকতায় সোমবার বরিশালের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম