হজের মুহূর্তগুলো নষ্ট না করার আহ্বান সৌদি হজ মন্ত্রণালয়ের

News News

Desk

প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২৪

অনলাইন ডেস্ক : সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় হজযাত্রীদের তাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করে এই সময়গুলোতে দোয়া ইবাদত ও বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে।

মন্ত্রণালয় বলেছে, গুরুত্বপূর্ণ সময়গুলো ছবি তুলে এবং অনর্থক কথা ও কাজে নষ্ট করবেন না।

সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বলেছে, মসজিদুল হারামে কাটানো সময়গুলো বেশি বেশি ইবাদতে কাটানোর চেষ্টা করুন। আল্লাহর কাছে রহমত ও অনুগ্রহ কামনা করুন। নামাজ, তাসবিহ, তাহলিলের প্রতি গুরুত্ব দিন।

মন্ত্রণালয় হজ যাত্রীদের বলেছেন তাদের গুরুত্বপূর্ণ সময় গুলো দোয়ায় কাটানোর আহ্বান জানিয়েছেন। ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অন্যান্য অনর্থক কাজে সময় নষ্ট না করার আহ্বান জানিয়েছে সৌদি হজ মন্ত্রণালয়।

প্রসঙ্গত, আজ থেকে সৌদি আরবের মক্কা নগরীতে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। আরবি হিজরি সন ১৪৪৫ এর জিলহজ মাসের ৮ তারিখ আজ।

আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ৮ তারিখ থেকে শুরু হয় হজ। এরপর ৯ জিলহজে হয় আরাফাতের দিন। আর ১০ জিলহজে পশু কোরবানি করেন হাজিরা। পশু কোরবানি শেষে আরও দুইদিন থাকে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা। অর্থাৎ হজ সম্পন্ন করতে সবমিলিয়ে সময় লাগে পাঁচদিন।