ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ বুধবার

News News

Desk

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৪

অনলাইন ডেস্ক : সৌদি আরবে ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি। তাই দেশটিতে ঈদ উদযাপিত হবে বুধবার (১০ এপ্রিল)।

খবর গালফ নিউজের।

গালফ নিউজ জানায়, সৌদি আরব ঘোষণা দিয়েছে, মঙ্গলবার (০৯ এপ্রিল) হবে রমজানের শেষ দিন। শাওয়াল মাসের প্রথম দিন বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে।

এর আগে সৌদি আরবের সুপ্রিম কোর্ট ২৯ রমজান সোমবার (০৮ এপ্রিল) সন্ধ্যায় মুসলিমদের শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছিল। তবে এদিন চাঁদ দেখা যায়নি।

হারামাইন এক্স হ্যান্ডলে এক টুইটে জানিয়েছে, সৌদি আরবে চাঁদ দেখা যায়নি। ঈদুল ফিতর ১০ এপ্রিল, বুধবার উদযাপিত হবে।

রমজানের শেষে নতুন চাঁদ ওঠার মাধ্যমে শাওয়াল মাসের শুরু হয়। এ মাসের প্রথম দিন ঈদুল ফিতর হিসেবে উদযাপন করেন মুসলমান ধর্মাবলম্বীরা।

চন্দ্র বছর অনুযায়ী, রমজান ১২ মাসের মধ্যে নবম মাস। এ মাস শেষ হওয়ার পর ঈদ উদযাপিত হয়।

এদিকে ঈদের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। রমজান শেষে আগামী বুধবার (১০ এপ্রিল) শাওয়াল মাসের প্রথম দিন দেশটিতে ঈদ উদযাপিত হবে।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম