রূপগঞ্জের গাউছিয়া কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে News News Desk প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২৪ অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া কাঁচাবাজারে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কন্ট্রোল অপারেটর ফরহাদুল আলম বলেন, রাত ৪টার দিকে আগুনের খবর পায়। এরপর ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের আড়াইহাজার, কাঞ্চন নদী, ডেমরা, ও পূর্বাচল ফায়ার স্টেশনের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও জানান, আগুনে এখনো হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: