শ্রীলঙ্কার কাছে সিরিজ হার বাংলাদেশের News News Desk প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৪ অনলাইন ডেস্ক : ১৭৫ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছিলো টাইগাররা। শেষ পর্যন্ত রিশাদ হোসেনের ৩০ বলে ৫৩ রান ও তাসকিনের ২১ বলে ৩১ রানে ভর করে সম্মানজনক হারের পথেই হাঁটে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে শেষ হওয়ার দুই বল আগেই অলআউট হয় নাজমুল হোসেন শান্তর দল। তুলতে পেরেছে ১৪৬ রান। শেষ ম্যাচে ২৮ রানের জয় নিয়ে তিন ম্যাচের সিরিজের দুই ম্যাচেই জয় পেলো লঙ্কানরা। সিরিজ জয়ের হাতছানি থেকে দূরেই থাকতো হলো টাইগারদের। ১৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লিটন দাস ধনঞ্জয়া ডি সিলভার শিকার হয়ে ফিরেছিলেন। এরপর টাইগার শিবিরে ধস নামান নুয়ান থুশারা। একে একে তুলে নেন অধিনায়ক শান্ত, তাওহিদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট। থুশারা করেন হ্যাটট্রিক। থুশারা সবমিলিয়ে ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। SHARES খেলাধুলা বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড