জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে মাঠ কর্মকর্তাদের তিনটি নির্দেশনা

News News

Desk

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৪

অনলাইন ডেস্ক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি রোধে মাঠ কর্মকর্তাদের তিনটি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এনআইডি শাখার প্রোগ্রামার সিফাত জাহান ইতিমধ্যে আঞ্চলিক, সিনিয়র জেলা, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের এমন নির্দেশনা পাঠিয়েছেন।

কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিএমএস) পাসওয়ার্ড পলিসি আপডেট সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, শক্তিশালী পাসপোর্ট দিতে হবে, প্রথমবার সিস্টেমে প্রবেশের ক্ষেত্রে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।

এছাড়া প্রতি ৪৫ দিন অন্তর অন্তর পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।

এনআইডি জালিয়াতি রোধে সময় সময় নানা নির্দেশনা দিচ্ছে ইসি।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম