বরিশালে বিএনপির কালো পতাকা মিছিল অনুষ্ঠিত

News News

Desk

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৪
ছবি : সাজ্জাদ হোসেন হৃদয়

অনলাইন ডেস্ক : দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলের দাবিতে বরিশালে কালো পতাকা মিছিল করেছে বিএনপি।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ শেষে এ মিছিল বের হয়। জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালাম শাহিনের সঞ্চালনায় বক্তৃতা দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য এবায়দুল হক চাঁন ও মেজবাউদ্দিন ফরহাদ,

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ, নগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরিন প্রমুখ।

সমাবেশ শেষে বিএনপির কালো পতাকা মিছিল বের হয়ে গীর্জা মহল্লা, চকবাজার ও লাইন রোড হয়ে ফের সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

এর আগে নগরীর পোর্টরোড থেকে জিয়া উদ্দিন সিকদার, মহানগর বিএনপি সদস্য আফরোজা খানম নাসরিন, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় সহসভাপতি অ্যাডভোকেট এইচএম তসলিম উদ্দিনের নেতৃত্বে নগরীতে পৃথক র‌্যালি বের হয়। র‌্যালিগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনের সমাবেশ অংশ নেন।

মিছিল শেষে কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন গণমাধ্যমকর্মীদের বলেন, ১০% ভোটের এ অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির একদফা আন্দোলন চলবে।

আন্দোলন ঠেকাতে স্বৈরাচারী ক্ষমতার ব্যবহার করে বিরোধী দলীয় নেতাকর্মীদের কারাবন্দি করছে। এ দমন-পিড়ন চালিয়ে অবৈধ সরকার বেশি দিন টিকে থাকতে পারবে না।