পদ্মায় ফেরি ডুবির ঘটনার ৬ দিন পর সহকারি চালকের লাশ উদ্ধার News News Desk প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৪ অনলাইন ডেস্ক : পদ্মায় ফেরি ডুবির ঘটনায় নিখোঁজ ফেরির সহকারি চালক হুমায়ুনের মরদেহ ছয় দিন পর উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) বিকেলে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর নদী থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। আরিচা নৌ পুলিশের অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, নৌ পুলিশ ফাঁড়িতে মরদেহ নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এর আগে গত মঙ্গলবার রাতে দৌলতদিয়া ঘাট থেকে ৯টি যানবাহন নিয়ে ফেরি রজনীগন্ধা পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া ঘাটের অদূরে ফেরিটি নোঙ্গর করে রাখা হয়। বুধবার সকাল সাড়ে আটটার দিকে ফেরিটি ডুবে যায়। এ সময় হুমায়ুন ছাড়া সকলেই উদ্ধার হয়। নিখোঁজ নয়টি যানবাহনের মধ্যে এখন পর্যন্ত পাঁচটি যানবাহন উদ্ধার হয়েছে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড