মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে খালাস হবে টিসিবির ৫৮ টন পিয়াজ

News News

Desk

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৩

অনলাইন ডেস্ক : ট্রাকে করে পিয়াজ বিক্রি চালিয়ে যাবে বলে জানিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এছাড়াও ভারত থেকে আমদানি করা পিয়াজ গুদামে এসে পৌঁছেছে বলে জানিয়েছে সরকারের স্বল্পমূল্যে নিত্যপণ্য বিক্রয় সংস্থাটি।

সোমবার (১১ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের গোল্ডেন উইংস জেনারেল লিমিটেডের কাছ থেকে টিসিবির জন্য ১ হাজার টন পিয়াজ আমদানি করেছে স্থানীয় প্রতিনিধি মেসার্স সাহাঞ্জীব লিমিটেড।

এসব পিয়াজের মধ্যে আগামীকাল মঙ্গলবার প্রথম চালানে ৫৮ টন পিয়াজ চট্টগ্রাম বন্দর থেকে ডেলিভারি নেবে টিসিবি। ট্রাকে করে পিয়াজ বিক্রি অব্যাহত থাকবে বলে জানিয়েছে টিসিবি।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড