নাটোরের গুরুদাসপুরে কাভার্ডভ্যানে আগুন

News News

Desk

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩

অনলাইন ডেস্ক : নাটোরের গুরুদাসপুরে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ থেকে মালামাল নিয়ে একটি কাভার্ডভ্যান নাটোরের দিকে আসছিল।

এসময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারি ব্রিজ এলাকায় পৌঁছালে ২০/২২ জন যুবক কাভার্ডভ্যানটির (ঢাকা মেট্রো উ-১২-৩৬২৩) গতিরোধ করে চালককে মারধর করে নামিয়ে দেয়। পরে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় তারা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাভার্ড ভ্যানটির সামনের অংশ পুড়ে গেলেও মালামালের কোন ক্ষয়-ক্ষতি হয়নি। সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড