প্রতিদিন সড়কে মৃত্যুর মিছিল মেনে নেওয়া যায় না: জি এম কাদের

News News

Desk

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৩

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সাতজনের প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

মঙ্গলবার (০৭ নভেম্বর) এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, সড়কপথ যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন সড়কে মৃত্যুর মিছিল মেনে নেওয়া যায় না। প্রতিদিনই সড়কে মানুষের জীবন যাবে এটাই যেন স্বাভাবিক হয়ে উঠেছে। প্রতিটি দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু তদন্ত রিপোর্ট কেউ জানে না। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না বলেই কমছে না দুর্ঘটনা।

তিনি বলেন, তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নিহত ও আহতদের পরিবার প্রতি যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। একইসঙ্গে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাপা চেয়ারম্যান।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন