ডেঙ্গু : সারাদেশে মৃত্যু ৬, হাসপাতালে ভর্তি ১৮১৮

News News

Desk

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩

অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৮১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে ১ হাজার ৩৩৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৬৭ হাজার ৬৮০ জন।

বছরের একই সময়ে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে দুই লাখ ৫৯ হাজার ৫৪৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৬ হাজার ৮০৩ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে এক হাজার ৮৮৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন