নতুন শিক্ষা কারিকুলামের পরিবর্তনসহ ৮ দাবিতে বরিশালে মানববন্ধন

News News

Desk

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩
ছবি : সাজ্জাদ হোসেন হৃদয়

অনলাইন ডেস্ক : বরিশালে নতুন শিক্ষা কারিকুলামের পরিবর্তন, পূর্বের নম্বরভিত্তিক পরীক্ষা পদ্ধতি চালুসহ আট দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে অভিভাবকরা বলেন, চলতি বছর থেকে নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে। এ শিক্ষাক্রমে তৃতীয় শ্রেণিতে কোনো পরীক্ষা নেই। চতুর্থ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়তে হবে আটটি বিষয়। নতুন শিক্ষাক্রমে তাত্ত্বিক বিষয়ের চেয়ে শিখন-কালীন মূল্যায়নকে বেশি জোর দেওয়া হয়েছে। তুলে দেওয়া হয়েছে সাময়িক পরীক্ষা।

তাই নতুন কারিকুল সংস্কার বা বাতিল, ৫০-৬০ নম্বরে অন্তত দ্বিতীয় সাময়িক লিখিত পরীক্ষা চালু, নবম শ্রেণিতে বিভাগ করা, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ ইত্যাদি ইনডিকেটর বাতিল করে নম্বর ও গ্রেড ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি রাখাসহ আট দফা দাবি তুলে ধরেন অভিভাবকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান, আইরিন আক্তার পপি, নুলুফা খানম, মাহাবুবুর রহমান পিন্টুসহ আরও অনেকে।