ডেঙ্গু : বরিশাল বিভাগে মৃত্যু ৪, নতুন ভর্তি ২২০

News News

Desk

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩
ছবি : শাইখ শুভ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিন নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩৯ জনে।

শনিবার (২১ অক্টোবর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানান।

মৃতরা হলেন- ঝালকাঠির সদর উপজেলার নেহালপুর এলাকার বাসিন্দা মনোয়ারা (৫৫), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা হালিমা বেগম (৭৫), গৌরনদী উপজেলার বাসিন্দা হালিমা বেগম (৬১) ও মুলাদী উপজেলার মো. লোকমান (৩৮)।

স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ বলেন, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই চারজন মারা যান।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ২২০ জন রোগী ভর্তি হয়েছেন বলে জানান তিনি।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে, বর্তমানে বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল ও ছয় জেলা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮২১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এরমধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৪, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১১০, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ১৪২, পটুয়াখালী সদর হাসপাতালে ৫৮, ভোলার সদর হাসপাতালে ৩৯, পিরোজপুর সদর হাসপাতালে ১৫৩, বরগুনা জেলা সদর হাসপাতালে ১১৩ এবং ঝালকাঠি সদর হাসপাতালে ২২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩০ হাজার ৭১০ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৭৫০ জন রোগী।