কুমিল্লার দাউদকান্দিতে বাস-অটোরিকশার সংঘর্ষ, একই পরিবারের ৩ জন নিহত News News Desk প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩ অনলাইন ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে বাস-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে মহাসড়কের চট্টগ্রামগামী লেনে জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও ৩০ বাস যাত্রী আহত হয়। নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামের হাজারী বাড়ির মৃত রশিদ হাজারীর স্ত্রী রোসিয়া বেগম (৬২), তার বড় বোন বারপাড়া গ্রামের মৃত রেনু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৬৫) এবং তার পুত্রবধূ সুমাইয়া আক্তার (২৫)। জানা গেছে, ফজিলাতুন্নেছার ছেলে আব্দুল মান্নানের শ্বশুর বাড়ি ছান্দ্রা বেড়াতে গিয়েছিলেন তারা। সেখান থেকে ফেরার পথে জিংলাতলী এলাকায় গাড়িটি সড়কের ওপর অপেক্ষারত ছিল। এসময় দুর্ঘটনাটি ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, দাঁড়িয়ে থাকা অটোরিকশায় বাস ধাক্কা দিলে দুইটি বাহনই খাদে পড়ে যায়। এসময় নিহত হয় তিনজন। তারা একই পরিবারের। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন। বাসটির চালক ও হেলপার পলাতক রয়েছে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: