আগামীতে মেগা প্রকল্প হবে শিক্ষা ও স্বাস্থ্য খাত: শিক্ষামন্ত্রী News News Desk প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৩ অনলাইন ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘দেশে বড় মেগা প্রজেক্টগুলো শেষ হলে আগামীতে মেগা প্রকল্প হবে শিক্ষা ও স্বাস্থ্য খাত। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে’। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে জেলার সকল সংবাদিকের অংশগ্রহণে আয়োজিত সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘শুধু বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের অনুদান দেওয়ার উদ্যোগ চালু করেছে। এটা অন্য কোনো সরকার করতে পারেনি’। সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ আসনের সাংসদ ও মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। সংবর্ধিত অতিথি হিসেবে ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক মো. শাহাবুদ্দিন। চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনসহ সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সুধীজনরা উপস্থিত ছিলেন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড