সর্বনিম্ন প্রবাসী আয় এলো সেপ্টেম্বরে News News Desk প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৩ অনলাইন ডেস্ক : সাড়ে তিন বছরের মতো সময়ের মধ্যে সর্বনিম্ন প্রবাসী আয় বা রেমিট্যান্স এলো সেপ্টেম্বরে। প্রবাসী আয় বাড়াতে নানামুখী পদক্ষেপ নেওয়া হলেও তা কাজে দিচ্ছে না। সেপ্টেম্বর মাসে দেশে এসেছে ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৪ হাজার ৭১২ কোটি টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা ধরে)। এর আগে ২০১৯-২০২০ অর্থ বছরের মার্চ মাসে ১২৭ কোটি ৬২ লাখ ৬০ হাজার ডলার এসেছিল। রোববার (০১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরের এ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে দেখা গেছে, সেপ্টেম্বর মাসে সাত ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এসব ব্যাংকের মধ্যে রয়েছে, রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব); বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। এর আগে, জুলাইয়ে ১৯৭ কোটি ৩০ লাখ ডলারের (১ দশমিক ৯৭ বিলিয়ন ডলার) প্রবাসী আয় পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। আগস্টে এসেছিল ১৫৯ কোটি ৯৪ লাখ ডলার। জুন মাসে রেকর্ড ২১৯ কোটি ৯০ লাখ ডলার (২ দশমিক ১৯ বিলিয়ন ডলার) প্রবাসী আয় এসেছিল দেশে। একক মাস হিসেবে যেটি ছিল প্রায় তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে, ২০২০ সালের জুলাই মাসে সর্বোচ্চ ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের রেকর্ড প্রবাসী আয় এসেছিল। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES অর্থনৈতিক বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড