ডেঙ্গু : বরিশাল বিভাগে মৃত্যু ২, নতুন শনাক্ত ৩৯৮

News News

Desk

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৩

অনলাইন ডেস্ক : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৩৯৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন- পটুয়াখালী জেলার দুমকী উপজেলার বাসিন্দা ইউনুস আলী (৭৮) ও বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বাসিন্দা কেরামত আলী (৭০)।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, চলতি বছরে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৩ হাজার ৫৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২২ হাজার ২৬৭ জন। মারা গেছেন ৯৯ জন।

এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৭০ জন, ভোলা সদর হাসপাতালে আটজন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে দশজন ও পটুয়াখালীর দুই হাসপাতালে পাঁচজন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ১৫৭, পটুয়াখালীতে ৮০ জন, পিরোজপুরে ৬৮ জন, ভোলায় ৪৯ জন, বরগুনায় ৩৩ জন ও ঝালকাঠিতে ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

বুধবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ২১২ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

সূত্র : বিডিক্রাইম