ডেঙ্গু : বরিশাল বিভাগে মৃত্যু ৩, নতুন শনাক্ত ৪২১

News News

Desk

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৩

অনলাইন ডেস্ক : বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৪ জন। এছাড়া গত একদিনে বিভাগে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৪২১ জনের।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মৃত মো. জলিল (৫৫) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বাসিন্দা। আমির আলী (৭৫) মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা। তাসলিমা (৪০) বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা। এর মধ্যে দুইজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২২ হাজার ৭৬৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়েছেন ২১ হাজার ৪১৭ জন। বিভাগে এখন পর্যন্ত ৯৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

এর মধ্যে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬৫ জন, ভোলায় আটজন, বরগুনায় পাঁচজন, পিরোজপুরে ১০ জন, পটুয়াখালীতে পাঁচজন ও ঝালকাঠিতে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ১৯২, পটুয়াখালীতে ৮৫ জন, পিরোজপুরে ৫৯ জন, ভোলায় ৩১ জন, বরগুনায় ৪৪ জন ও ঝালকাঠিতে ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ২৫৬ ডেঙ্গু রোগী ভর্তি আছেন।