ডেঙ্গু : ফরিদপুরে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ২৯৬ News News Desk প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৩ অনলাইন ডেস্ক : ফরিদপুরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৯৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন ১০৯ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু হয়েছে। দুইজনের বাড়িই জেলার সালথা উপজেলায়। তারা হলেন জেলার সালথা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মজিবর মোল্লার স্ত্রী সালেহা বেগম (৬২) ও একই উপজেলার গট্টি গ্রামের হাফিজুলের স্ত্রী তাসলিমা বেগম (১৮)। দু’জনই ফরিদপুর শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে মোট মৃত্যু হলো ৪০ জনের। ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান গণমাধ্যমকে বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ২৯৬ জন। এ নিয়ে বর্তমানে মোট ৭৭৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES স্বাস্থ্য বিষয়: