পুরান ঢাকার জজ কোর্ট এলাকায় বিএনপিপন্থি আইনজীবীদের মিছিলে পুলিশের লাঠিচার্জ

News News

Desk

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৩

অনলাইন ডেস্ক : পুরান ঢাকার জজ কোর্ট এলাকায় বিএনপি ও সমমনা আইনজীবীদের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ) ঢাকা বার ইউনিট এই পদযাত্রা ও মিছিল বের করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে মিছিল শুরু হয়। আদালত এলাকা প্রদক্ষিণ শেষে মিছিল নিয়ে প্রধান সড়কে যেতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেয়। পুলিশের বাঁধা উপেক্ষা করে মিছিল করতে চাইলে একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। তখন তারা সিএমএম আদালতের প্রধান ফটকে অবস্থান নেয়।

এ সময় নারী আইনজীবীদের ওপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ করেন কয়েকজন নারী আইনজীবী।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল অভিযোগ করেন, পুলিশি হামলায় প্রায় শতাধিক আইনজীবী আহত হয়েছে। তাদেরকে প্রাথমিকভাবে ঢাকা আইনজীবী সমিতির মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকজনকে অন্যান্য হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিনা উসকানিতে আইনজীবীদের ওপর এমন হামলা অত্যন্ত দুঃখজনক। আমি আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের একজন সদস্য হিসেবে এবং সুপ্রিম কোর্ট বারের প্রতিনিধি হিসেবে পুলিশি হামলার নিন্দা জানাই।

তবে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান সাংবাদিকদের বলেন, মিছিল নিয়ে রাস্তায় অবস্থান নিতে চাইলে আমরা বিএনপিপন্থি আইনজীবীদের পুলিশ সরে যেতে অনুরোধ করে। কিন্তু তারা জোরপূর্বক মিছিল নিয়ে রাস্তায় বের হওয়ার চেষ্টা করে। এ সময় আমাদের ৪/৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম