ডেঙ্গু : ফরিদপুরে ৩ নারীর মৃত্যু

News News

Desk

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৩

অনলাইন ডেস্ক : ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ফরিদপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জনের মৃত্যু হলো। এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২২৫ জন রোগী।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যারা মারা গেছেন তারা হলেন জেলার নগরকান্দা উপজেলার মরিয়ম বেগম (৩৫)। তিনি গত ১০ সেপ্টেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। অপরজন হলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার আবেজান বেগম (৭০)। তিনি ৯ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন।

এদিকে, রোকছানা বেগম (২৫) নামের এক নারী ফরিদপুর ডায়াবেটিকস মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ১১ সেপ্টেম্বর নগরকান্দা উপজেলা থেকে এসে ভর্তি হন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২২৫ জন রোগী। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন ১৯৫জন রোগী। বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেলসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬২৫ জন রোগী।

ফরিদপুর জেলায় এ পর্যন্ত সর্বমোট ৭হাজার ১শ ৬২জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি গেছেন ৬হাজার ৫শ ১৩জন রোগী।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

 


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড