ডেঙ্গু : ২৪ ঘণ্টায় সারাদেশে মৃত্যু ২০, হাসপাতালে ভর্তি ২৬৮৯

News News

Desk

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৩

অনলাইন ডেস্ক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৬৯১ জনে দাঁড়িয়েছে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৮৯ জন ডেঙ্গু রোগী।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৬৮৯ জন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকার বাসিন্দা ৮৯৯ জন ও ঢাকার বাইরের ১ হাজার ৭৯০ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ৪০ হাজার ৭১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৪ হাজার ১৬২ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হন ৭৬ হাজার ৫৩৯ জন।

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৩০৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৯ হাজার ৫২৪ জন এবং ঢাকার বাইরের ৭০ হাজার ৭৮৫ জন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন