বরিশালে উৎসব মুখর পরিবেশে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত News News Desk প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৩ ছবি : শহিদুল ইসলাম সুজন অনলাইন ডেস্ক : সনাতন ধর্মের অন্যতম দেবতা বিষ্ণুর অবতার শ্রী কৃষ্ণের জন্মদিন ঘিরে সারাদেশের ন্যায় বরিশালে উৎসব মুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। শ্রী কৃষ্ণের জন্মতিথি ঘিরে বুধবার ( ৬ সেপ্টেম্বর ) সকাল থেকেই বরিশাল শহরে ভক্তদের ঢল নেমেছিল। শিশু-কিশোর থেকে শুরু করে নানান বয়সী ভক্তবৃন্দ যেন কৃষ্ণ প্রেমের এক অদৃশ্য টানে ছুটে এসেছিলেন জন্মাষ্টমী উৎসবের মহা শোভাযাত্রায়। সব বয়সের মানুষের অংশগ্রহণে এক নবরূপ ধারণ করে শ্রীকৃঞ্চের জন্মতিথি উৎসবের মাঙ্গলিক মহাশোভাযাত্রা। ব্যানার-ফেস্টুন আর বাদ্যের তালে তালে নেচে গেয়ে শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। হিন্দু পঞ্জিকা মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। প্রতি বছরের মতো এবারও শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদসহ সনাতনী সম্প্রদায়ের ব্যানারে’ আয়োজন করা হয় জন্মাষ্টমীর বর্ণিল মহা শোভাযাত্রা। শোভাযাত্রাটি সহর্ষ মানুষের অংশগ্রহণে পরিণত হয়। উদ্বোধন করেন ধর্মরক্ষীনি সভাপতি রাখাল চন্দ্র দে ও সাধারণ সম্পাদক মৃণাল কান্তি সাহা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল মহানগর সভাপতি তমাল মালাকার সাধারন সম্পাদক চঞ্চল দাস পাপ্পা। পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা সভাপতি মানিক মুখার্জী কুডু। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক সভাপতি সুরঞ্জিত দত্ত লিটু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বরিশাল জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। সূত্র : বিডিক্রাইম SHARES জাতীয় বিষয়: