এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পরিবেশমন্ত্রী

News News

Desk

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৩

অনলাইন ডেস্ক : ডেঙ্গু আক্রান্ত হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিন বিভাগে চিকিৎসাধীন।

বুধবার (৬ সেপ্টেম্বর) মন্ত্রীর ব্যক্তিগত কর্মী রাজীব দেব নাথ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২২ আগস্ট মো. শাহাব উদ্দিনের ডেঙ্গু শনাক্ত হয়।

তিনি বিএসএমএমইউয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে রয়েছেন।

পরিবেশমন্ত্রীর বর্তমান অবস্থা নিয়ে ডা. আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেছেন, কয়েকদিন আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরে সোডিয়ামের পরিমাণ কম পাওয়া গেছে। তবে বর্তমানে তিনি ভালো আছেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন