আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা : তাসকিন

News News

Desk

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৩

অনলাইন ডেস্ক : এশিয়া কাপ খেলতে আজ রোববার (২৭ আগস্ট) দুপুরে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। ফ্লাইট ধরার আগ মুহূর্তে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন তাসকিন আহমেদ। টাইগার এই পেসার জানান এশিয়া কাপে দলের মূল লক্ষ্যের কথা।

শুরুতেই তিনি যেমনটা বলছিলেন ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা, ইনশাআল্লাহ্‌। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। তবে আসল লক্ষ্য হলো ভালো ক্রিকেট খেলা। সবাই দোয়া করবেন, যেন আমরা ভালো ক্রিকেট খেলতে পারি।

এর আগে সব মিলিয়ে ৩ বার এশিয়া কাপের ফাইনাল খেললেও কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ দল। অন্য আসরের চেয়ে এবারের দল এবং ফরম্যাট ওয়ানডে থাকায় তাসকিনের বিশ্বাস, খেলোয়াড়রা তাদের সেরাটা দিলে চ্যাম্পিয়ন হওয়া অস্বাভাবিক নয়।

তাসকিন বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। ভালো ক্রিকেট খেলতে হবে। সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।’

দুপুর ১টায় বিমান ধরার কথা রয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। টাইগাররা সরাসরি চলে যাবেন শ্রীলঙ্কায়। সবাই গেলেও লিটন থেকে যাচ্ছেন দেশে। অসুস্থতার কারণেই তার এ সিদ্ধান্ত বলে জানা গেছে।

৩১ আগস্ট লঙ্কানদের বিপক্ষে এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিব আল হাসানের দল। ৩ সেপ্টেম্বর পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। গ্রুপপর্ব পার হতে পারলে মিলবে সুপার ফোরের টিকিট। সুপার ফোরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬ সেপ্টেম্বর থেকে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

 

 


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড