এবার ভারতের মাটিতে খেলতে দেখা যেতে পারে নেইমারকে

News News

Desk

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৩

অনলাইন ডেস্ক : এবার ভারতের মাটিতে খেলতে দেখা যেতে পারে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারকে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের ড্র হয়। তাতে মুম্বাই সিটি এফসির গ্রুপে রয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। এই ক্লাবেই সম্প্রতী যোগ দিয়েছেন নেইমার।

সেই হিসেবে আগামী দিনে নেইমারকে পুনেতে খেলতে আসতে দেখা যাবে। রোনালদোর ক্লাব আল নাসর পড়েছে অন্য গ্রুপে।

গত আইএসএলের লিগ শিল্ড জেতার সুবাদে এ বার সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে মুম্বাই।

আল হিলাল কিছুদিন আগে সই করিয়েছে নেইমারকে। তার পরে ক্লাবে যোগ দিয়েছেন কাতার বিশ্বকাপে নজরকাড়া মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনো।

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ সি’তে পড়েছে মুম্বাই। আল হিলাল ছাড়াও সেই গ্রুপে রয়েছে ইরানের ক্লাব নাসাজি মাসান্দারান এবং উজবেকিস্তানের ক্লাব নবখর।

 


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড