ডেঙ্গু : বরিশাল শের-ই বাংলা মেডিকেলে আরও তিন রোগীর মৃত্যু News News Desk প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৩ অনলাইন ডেস্ক : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় তিন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে শেবাচিমে ২৪ জন সহ বিভাগে ৩৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হল। এদিকে, স্বাস্থ্য বিভাগের সব শেষ পরিসংখ্যান অনুযায়ী গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) শের-ই বাংলা মেডিকেলে ১৮৫ জন সহ বিভাগে চিকিৎসাধীন ছিলেন ৮১১ জন ডেঙ্গু রোগী। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন রোগীর মৃত্যু হয়েছে। তারা হল ভোলার লালমোহন উপজেলার আবদুল হক (৭৫), পটুয়াখালীর দশমিনা উপজেলার মো. রফিক (৩৬) ও বরগুনার বেতাগী উপজেলার হাসিনা বেগম (৬০)। এ নিয়ে চলতি মৌসুমে শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জন সহ বরিশাল বিভাগে ৩৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এদিকে, গতকাল মঙ্গলবার শের-ই বাংলা মেডিকেলে ১৮৫ জন সহ বিভাগে চিকিৎসাধীন ছিলেন ৮১১ জন ডেঙ্গু রোগী। এর আগে গত সোমবার বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন ৮৫৬ জন ডেঙ্গু রোগী। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: