অর্থ বিভাগের নতুন সচিব খায়রুজ্জামান মজুমদার News News Desk প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৩ অনলাইন ডেস্ক : অর্থ বিভাগের নতুন সচিব হচ্ছেন ড. মো.খায়রুজ্জামান মজুমদার। তিনি বর্তমানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব পদে দায়িত্ব পালন করছেন। মো.খায়রুজ্জামান মজুমদার বর্তমান সচিব ফাতিমা ইয়াসমিনের স্থলাভিষিক্ত হবেন। বর্তমান সচিব আগামী ২৮ আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন শেষে অবসরে যাবেন। ওই দিনই নতুন সচিব দায়িত্ব গ্রহণ করবেন। এ বিষয়ে বুধবার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সূত্র : রাইজিংবিডি.কম SHARES জাতীয় বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড