দেশের আট বিভাগে বৃষ্টির আভাস

News News

Desk

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩

অনলাইন ডেস্ক : মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে দেশের আট বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল থেকে কয়েক দফা গুঁড়ি গুঁড়ি ও বিকেল ৫টার দিকে মুষল ধারে বৃষ্টি নামে রাজধানী ঢাকায়।

সন্ধ্যা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজেছে রাজধানী।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। তবে আগামী তিনদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম