বরিশালে এসএসসি পরীক্ষায় পাশের হার ৯০ দশমিক ১৮ শতাংশ News News Desk প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৩ ছবি : শুভ হাওলাদার অনলাইন ডেস্ক : বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ২৩১টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন। তিনি জানান, বোর্ডের আওতাধীন ১ হাজার ৪৭৭টি বিদ্যালয়ের মধ্যে ২৩১টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে, যার মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৬৯টি, এরপর ভোলায় ৪৩টি, পিরোজপুরে ৪৩টি, পটুয়াখালীতে ২৯, ঝালকাঠিতে ২৮ ও বরগুনায় ১৯টি বিদ্যালয় রয়েছে। তিনি আরও জানান, এছাড়া বোর্ডের আওতায় ৬ জেলায় ১ হাজার ২২৬টি বিদ্যালয়ে ৫০ শতাংশের ওপরে শতভাগের নিচে পাশ করেছ। আর ৫০ শতাংশের নিচে পাশ করেছে ২০টি বিদ্যালয়। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES জাতীয় বিষয়: