বরিশালে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

News News

Desk

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৩
ছবি : শহিদুল ইসলাম সুজন

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর ঢাকা-বরিশাল মহাসড়কের ছয়মাইল এলাকায় যাত্রীবাহী বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শনিবার (১৫জুলাই) সোয়া একটার দিকের এই ঘটনায় আন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বিকেল সোয়া চারটায় বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি হেলাল উদ্দিন। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী মেহরাব জানান, গুণগুণ ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে বরিশালের নথুল্লাবাদ টার্মিনালের দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা নগরীর শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালেরি দিকে নিয়ে যান।

বরিশাল মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ও তাদের নাম পরিচয় এখনও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (দক্ষিণ) মোহাম্মদ বাহাউদ্দিন জানান, দুর্ঘটনা কবলিত দুই যান উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করে বলতে পারছি না। পরে বিস্তারিত জানাতে পারবো।