করোনা : দেশে মৃত্যু শুন্য, শনাক্ত ৬২

News News

Desk

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৩

অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ৬২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৪৩ হাজার ৪৪৯ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় করোনায় কারোর মৃত্যু হয়নি। ফলে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৬৩ জনই রইল।

শুক্রবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৩ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ১০ হাজার ৩১৬ জন। ২৪ ঘণ্টায় ১,২২৯টি নমুনা সংগ্রহ করা হয়।

পরীক্ষা করা হয় ১,২২৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক শূন্য ৪ শতাংশ।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন