বরিশালে ৭ দিনব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন News News Desk প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৩ ছবি : শহিদুল ইসলাম সুজন অনলাইন ডেস্ক : বরিশালে সাত দিনব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন হয়েছে। রবিবার (১৮ জুন) সকাল ১০টায় নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের মথুরানাথ পাবলিক স্কুলে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু। এ সময় প্যানেল মেয়র-৩ আয়শা তৌহিদ লুনা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মঞ্জুরুল আহসান শুভ্রসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অতিথিরা একটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। সিটি করপোরেশন থেকে জানানো হয়, নগরীর ৩০টি ওয়ার্ডের ২২০টি কেন্দ্রে সাত দিনব্যাপী টিকা খাওয়ানো হচ্ছে। এবার ৬ মাস থেকে ১১ মাস বয়সের ৫ হাজার ২৯০ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাসের ৪৪ হাজার ৭৮০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ২২০ কেন্দ্রের মধ্যে রবিবার (১৮ জুন) প্রথম দিন ৩৫টি টিকা কেন্দ্রে, আগামীকাল ১৯ জুন ১১ কেন্দ্রে, ২০ জুন ২৫ কেন্দ্রে, ২১ জুন ১১ কেন্দ্রে, ২২ জুন ২৫ কেন্দ্রে, ২৪ জুন ২৫ কেন্দ্রে, ২৫ জুন ২৫ কেন্দ্রে এবং ২৬ জুন ১১টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস টিকা খাওয়ানো হবে বলে জানিয়েছেন বিসিসির প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES স্বাস্থ্য বিষয়: