বিসিসি নির্বাচন : বিপুল ভোটে নৌকার জয় News News Desk প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জুন ১২, ২০২৩ অনলাইন ডেস্ক : বরিশাল সিটি কর্পোরেশনের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। তিনি নৌকা প্রতীকে ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পেয়েছেন ৩৩ হাজার ৮২৮ ভোট। অর্থাৎ নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫৩ হাজার ৯৮০ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন খোকন সেরনিয়াবাত। সোমবার (১২ জুন) রাত সাড়ে ৯টায় বিসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির এই ফল ঘোষণা করেন। নির্বাচনে ৯ হাজার ৯৯৯ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন বিএনপির প্রয়াত সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত কামরুল আহসান রূপন। জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস পেয়েছেন ৬ হাজার ৬৬৫ ভোট। এছাড়া জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু ২ হাজার ৫৪৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন হাওলাদার ২ হাজার ৩৮১ ভোট এবং আরেক স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামান পেয়েছেন ৫২৯ ভোট। নগরীর ৩০টি ওয়ার্ডের মোট ২ লাখ ৭৬ হাজার ২৯৮ ভোটের মধ্যে ১ লাখ ৪২ হাজার ১৮২ ভোট ইভিএম মেশিনে জমা পড়েছে। এর মধ্যে নানা কারণে ৪২৬টি ভোট বাতিল হয়েছে। ভোট প্রদানের হার ৫১.৪৬ ভাগ। ফল ঘোষণা অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির ভোট সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড