উপকূলে জলোচ্ছ্বাসের কোনো শঙ্কা নেই : দুর্যোগ প্রতিমন্ত্রী News News Desk প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, মে ১৪, ২০২৩ অনলাইন ডেস্ক : দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ‘রবিবার (১৪ মে) সকাল ৬টা থেকে ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ কক্সবাজার, টেকনাফ, সেন্টমার্টিন এবং মিয়ানমার উপকূল অতিক্রম শুরু করে। দুপুর ২টা নাগাদ কেন্দ্র অতিক্রম করবে। বিকাল ৩টা নাগাদ ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করে মিয়ানমারের দিকে এগিয়ে যাবে। রবিবার (১৪ মে) দুপুরে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে ৫০ থেকে ৬৮ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি অতিবাহিত হচ্ছে। সকাল থেকে ভাটা শুরু হওয়ায় জলোচ্ছ্বাসেরও কোনো শঙ্কা নেই। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই এখন ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে বাংলাদেশ-মিয়ানমার উপকূল অতিক্রম করছে। তবু আমাদের ঘূর্ণিঝড় নিয়ে প্রস্তুতি রয়েছে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড