আমাদের ঝুঁকি কমে এসেছে : আবহাওয়া অধিদপ্তর News News Desk প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, মে ১৪, ২০২৩ অনলাইন ডেস্ক : অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম শুরু করছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র উপকূলীয় জেলা কক্সবাজারের টেকনাফ থেকে ৫০-৬০ কিলোমিটার দক্ষিণ দিয়ে অতিক্রম করে যাচ্ছে। তাই আমাদের যে ঝুঁকি ছিল, তা কমে এসেছে। রবিবার (১৪ মে) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। তিনি বলেন, মিয়ানমারের সিতুই অঞ্চলে দিয়ে ঝড়টি উপকূলে উঠে আসবে। ফলে কক্সবাজার, টেকনাফ এলাকায় যে ঝুঁকিটা ছিল, সেটি অনেকটাই কমে এসেছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, কেন্দ্র অতিক্রম করার সময় মোখার সর্বোচ্চ গতিবেগ থাকবে ১২০ থেকে ১৩০ কিলোমিটার। তাই ঝুঁকি কমে গেলেও সেন্টমার্টিনে এর প্রভাব পড়বে। এই আবহাওয়াবিদ বলেন, আমরা আশঙ্কা করছি ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের। এতে টেকনাফ, সেন্টমার্টিনে অস্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড