রমজানের অজুহাতে দাম বেড়েছে মুরগি-লেবু-শসা-বেগুনের News News Desk প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৩ অনলাইন ডেস্ক : রমজান উপলক্ষে দাম বেড়েছে মুরগি-লেবু-শসা-বেগুনের। বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগি ও গরুর মাংস। আজ পহেলা রোজায় বাজার ঘুরে এমনটাই দেখা গেছে। শসা প্রতি কেজিতে দাম ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। বেগুনের কেজি ৮০ টাকা, টমেটো ৪০ টাকা। শিমের কেজি ৪০-৫০ টাকা। এছাড়া বাজারে কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। লেবুর হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা। গত সপ্তাহে লেবুর হালি ছিল ৩০-৪০ টাকা। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৭০ টাকা। গত সপ্তাহে ছিল ২৫০-২৬০ টাকা। সোনালি মুরগি হচ্ছে ৩৫০ টাকা। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ২৯০ টাকা। বাজারে গরুর মাংস বাড়তি দামে বিক্রি হচ্ছে। কেজি ৭২০ থেকে ৭৫০ টাকা, আর খাসির মাংসের কেজি ১০৫০-১১০০ টাকা। ফার্মের মুরগির ডিমের ডজন ১৩০ টাকা, হাঁসের ডিমের ডজন ১৮০-১৯০ টাকা, আর দেশি মুরগির ডিমের ডজন ১৯০-২০০ টাকা। একাধিক ক্রেতা জানান, এখন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ খুব চাপে আছে। অনেকেই অত্যন্ত কষ্ট করে চলছেন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES অর্থনৈতিক বিষয়: