দেশের কোনো শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

News News

Desk

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৩

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না। আমরা শিশুদের বিনামূল্যে বই দিচ্ছি। প্রায় ১ কোটি ২০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে আমরা উপবৃত্তি দিচ্ছি।

সরাসরি মায়ের নামে সে টাকা যাচ্ছে। সবমিলিয়ে প্রায় দুই কোটি ৩০ লাখ শিক্ষার্থী আমাদের কাছ থেকে বৃত্তি, উপবৃত্তি, গবেষণার জন্য অর্থ পাচ্ছে।

আমরা আমাদের ছেলেমেয়েদের হাতে নতুন বই তুলে দিচ্ছি, যেন তারা পড়াশোনায় মনোযোগী হয়। এর সঙ্গে সঙ্গে আমরা কম্পিউটার শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছি।

জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য দরকার স্মার্ট জনগোষ্ঠী। শিশুকাল থেকেই যেন তারা এটা শেখে, সে ব্যবস্থা আমরা নিয়েছি। এবং প্রাথমিক শিক্ষাক্রমে কম্পিউটার কোডিং পদ্ধতি শেখানোর কার্যক্রমও আমরা নিয়েছি।

প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশে বলেন, স্মার্ট বাংলাদেশ ২০৪১ সালে গড়তে চাই। আজকের শিশুরাই হবে আগামী দিনের সেই স্মার্ট জনগোষ্ঠী, যারা এ দেশকে গড়ে তুলবে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন