ঢাকায় পৌঁছেছেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা

News News

Desk

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৩

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিতব্য ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে ভারতীয় পক্ষের নেতৃত্ব দিতে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা ঢাকায় পৌঁছেছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকায় পৌঁছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা।

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটিতে (বিএএফ) ভারতের পররাষ্ট্র সচিবকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র দফতরের একজন কর্মকর্তা জানিয়েছেন, দুই পররাষ্ট্র সচিব এফওসি-তে ঢাকা ও নয়াদিল্লির মধ্যেকার সকল দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন। তারা পারস্পরিক স্বার্থের বিষয় ছাড়াও বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান সহযোগিতা পর্যালোচনা করবেন।

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের আসন্ন পৃথক সফরের এজেন্ডা নিয়েও তারা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র জানায়, সফরকালে ভারতের পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন সাংবাদিকদের জানিয়েছেন, সর্বশেষ এফওসি ২০২১ সালের ২৯ জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।

ভারতের পররাষ্ট্র সচিব নেপালে দুই দিনের সরকারি সফর শেষে ঢাকায় পৌঁছেন।

২০২২ সালের ১ মে ভারতীয় পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব গ্রহণের পর এটি কোয়াত্রার প্রথম বাংলাদেশ সফর।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন