রোহিঙ্গাদের মাধ্যমে দেশে আন্তর্জাতিক সন্ত্রাসীরা অনুপ্রবেশ করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী News News Desk প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৩ সংগৃহীত ছবি অনলাইন ডেস্ক : রোহিঙ্গা সংকটের সমাধান না হলে তাদের মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশ ঘটতে পারে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘এই (রোহিঙ্গা) সমস্যার যদি শিগগিরই সমাধান না হয় তাহলে এরা (রোহিঙ্গা) ইন্টারন্যাশনাল টেররিস্টদের ইজি প্রে (আন্তর্জাতিক সন্ত্রাসীদের সহজ শিকার) হবে। ‘আমরা বলবো না তারা প্রে হয়ে গেছে, আমরা আশঙ্কার কথা বলছি। আশঙ্কার আড়ালে আমরা দুই-একটা ঘটনাও দেখছি। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় জঙ্গি আস্তানার সন্ধান সেটিরই ইঙ্গিত বহন করে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানী উচ্চ বিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্ব রাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইয়াবার টাকা ভাগাভাগির জন্যই রোহিঙ্গাদের বিভিন্ন গ্রুপের মধ্যে মারামারি হচ্ছে। এছাড়া পাহাড়ে আশ্রয় নেওয়া ৫২ জঙ্গির সবাইকে আইনের আওতায় আনা হবে।’ তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। জঙ্গিদের নিয়ন্ত্রণ করা গেলেও তাদের মূলোৎপাটন করা যায়নি। যেকোনো মূল্যেই তাদের নির্মূল করা হবে।’ সূত্র : বাংলাদেশ প্রতিদিনি SHARES জাতীয় বিষয়: