পাঠ্যবইয়ের সামান্য ভুল বড় করে উপস্থাপন করে ইস্যু বানাবেন না : শিক্ষামন্ত্রী

News News

Desk

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৩

অনলাইন ডেস্ক : পাঠ্যবইয়ের ভুল নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘সামান্য ভুল বড় করে উপস্থাপন করে ইস্যু বানাবেন না। নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইয়ে ভুল সংশোধন করা হবে।

শুক্রবার (২১ জানুয়ারি) রাজধানীর সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সপ্তম শ্রেণির সাধারণ বিজ্ঞান বইয়ের চৌর্যবৃত্তির অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, ‘নতুন শিক্ষাক্রমের সব বইয়ের পরীক্ষামূলক সংস্করণ ছাপানো হয়েছে। ভুল থাকলে প্রয়োজনে তা সংশোধন করা হবে। একটি মহল ছোট ভুলকে বড়ভাবে উপস্থাপন করে ইস্যু বানানোর চেষ্টা করছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘২০২৫ সালের নতুন শিক্ষাক্রমের আলোকে শিক্ষাব্যবস্থার রূপান্তর হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার হবে দক্ষতাভিত্তিক প্রায়োগিক শিক্ষা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড